টেলিগ্রামের প্রধান নির্বাহী ধনকুবের পাভেল দুরভ ফ্রান্সে গ্রেফতার


 সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ।

শনিবার প্যারিসের উত্তরে অবস্থিত লা বুরজে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

রুশ বংশোদ্ভূত ৩৯ বছর বয়সী ধনকুবেরকে টেলিগ্রাম অ্যাপ সম্পর্কিত একটি অপরাধে জড়িত থাকার ঘটনায় গ্রেফতার করা হয়েছে বলে বলে জানা যাচ্ছে।

ফরাসি গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে, মি. দুরভকে বহনকারী ব্যক্তিগত উড়োজাহাজটি শনিবার সন্ধ্যায় ফ্রান্সের লা বুরজে বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজ থেকে নামার পর তাকে গ্রেফতার করা হয়।

Post a Comment

0 Comments

Comments